বেসরকারি বিদ্যালয়ের ফী নিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি প্রশান্ত সিংহাল…

অবতক খবর :: শিলিগুড়ি :: ৭জুন ::   কোভিড 19 ও লকডাউনের জেরে বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত স্কুল। এই অবস্থায় বিভিন্ন বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে স্কুল ফী ও বাস ভাড়া এর জন্য বারংবার মেসেজ পাঠাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। আজ অভিবাবকদের পাশে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও স্কুল এডুকেশন প্রিন্সিপাল সেক্রেটারি কে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক প্রশান্ত সিংহাল।

এদিন চিঠিতে ফী মকুবের দাবি জানান তিনি। তিনি জানান লকডাউনের কারনে বিভিন্ন দিক থেকে মানুষ বড় অসহায় হয়ে পড়েছে,কারো ব্যাবসা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত এবং কারো চাকরী নেই,কেউই চায় না নিজের সন্তানদের ক্ষতি করতে। কিন্তুু আজ অনেক বাবা মা বড় অসহায় তারা নিজেদের সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছেন না,পড়াশোনা তো দুরের কথা। তাই আমার অনুরোধ ইষ্কুল এডুকেশন প্রিন্সিপালের কাছে তিনি যেন বিষয়টি ক্ষতিয়ে দেখেন।