অবতক খবর,১২ জুন,বারাকপুর: খড়দহ কল্যাণ নগর বিদ্যাপীঠ ফর গার্লস উচ্চমাধ্যমিক, আর এই বিদ্যালয় থেকে ১৬৩ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে 50 জন ছাত্রীদেরকে স্কুল কর্তৃপক্ষ অনলাইন একটি চিরকুট ধরিয়ে দেয়।

তাতে দেখা যায় 50 জন ছাত্রী পাস করেনি। 50 জন ছাত্রীদের বক্তব্য,সব ভালো নম্বর পেলেও ইংরেজিতে কম নম্বর দেখিয়ে ফেল করানো হয়েছে। এই দাবি নিয়ে আজ কল্যাণ নগর বালিকা বিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারে অভিভাবকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই 50 জন ছাত্রীকে কাউন্সিলের নিয়ম অনুযায়ী সমস্ত রকম সহযোগিতা করা হবে। তাতে যদি কারো নম্বর বেড়ে পাস করতে পারে এবং এই কর্মকান্ডের জন্য স্কুল কর্তৃপক্ষ ছাত্রীদের পাশে থাকবে বলেই আশ্বস্ত করেন ছাত্রী ও তার অভিভাবকদের।