অবতক খবর,৮ নভেম্বর,জলপাইগুড়ি: বেপরোয়াভাবে পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পার উল্টে গেলো এশিয়ান হাইওয়ে ৪৮ এর ওপর। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ধূপগুড়ির ঠাকুরপাঠ সংলগ্ন কালিস্থান এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক প্রায় ৮ টা নাগাদ ধূপগুড়ির ঠাকুরপাঠ সংলগ্ন কালিস্থান এলাকায় বেপরোয়া ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে কার্লভাটের রেলিং ভেঙে এশিয়ান হাইওয়ের ওপর উল্টে যায় ডাম্পারটি। ঘটনায় যদিও কোনো আহতর খবর নেই বলেই জানা গিয়েছে।

ঘটনার জেরে এশিয়ান হাইওয়েতে যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে দুইটি ক্রেন নিয়ে গাড়িটিকে এশিয়ান হাইওয়ে থেকে সরানোর জন্য উপস্থিত হয় ধুপগুড়ি থানার পুলিশ।

পরে ধুপগুড়ি পুলিশ ও ট্রাফিক গার্ডের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে, উল্লেখ্য, এই পাথর বোঝাই লরির চাপা পড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী ছিল ধুপগুড়িবাসি। তরতাজা ১৭ টি প্রাণ হারিয়েছিল। তা সত্ত্বেও সতর্ক নয় কেন প্রশাসন? ওভারলোডিং ডাম্পার ও লরির দৌরাত্ম্য বেড়েই চলেছে ধুপগুড়ি জুড়ে। বারবার ঘটছে দুর্ঘটনা। ইতিমধ্যেই যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে