অবতক খবর,৯ আগস্ট:বেতন বৈষম্য সহ কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মহিষাদলের গেঁওখালীতে পিএইচইর মূল গেটের সামনে গেট ঘেরাও করে কর্মীরা গত ২ আগষ্ট বিক্ষোভ দেখায়।

প্রজেক্ট বন্ধ রেখে বিক্ষোভ,
এমন অভিযোগ তুলে ৮ আগষ্ট ১৬ জন শ্রমিকের বিরুদ্ধে এফআইআর কর্তৃপক্ষের।

মঙ্গলবার মামলা প্রত্যাহারের দাবীতে ফের গেটের সামনে বিক্ষোভ দেখায় কর্মীরা। নতুন ও পুরোনো প্রজেক্টের প্রায় একশ কুড়িজন কর্মী কাজ করে। প্রায় বছর দেড়েক আগে হলদিয়া ওয়াটার সাপ্লাই প্রাইভেট লিমিটেড নামক একটি প্রাইভেট সংস্থাকে ১৫ বছরের লিজ কন্ট্রাক্টে দায়িত্ব দিয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। তারপর থেকেই গণ্ডগোলের সূত্রপাত বলে অভিযোগ কর্মীদের। পাশাপাশি আরো অভিযোগ,বেতন ঠিকমত করে শ্রমিকদের দিচ্ছে না, বর্ধিত টাকাও পাওয়া যাচ্ছে না।

লকডাউনের সময় বকেয়া টাকা দেওয়া হচ্ছে না, নানাবিধ অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় কর্মীরা। এই বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কেউ দেখা করতে চায়নি।
১৬ জনের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা প্রত্যাহার না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে শ্রমিকরা।