অবতক খবর,৭ জানুয়ারি,নদীয়া:- 16 দফা দাবিকে সামনে রেখে গোটা রাজ্যের সঙ্গে আজ নদীয়ার শান্তিপুর ব্লকেঅবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল আশা কর্মীরা। আজ7ই জানুয়ারী আশা কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কলকাতায় বিক্ষোভ অবস্থান হওয়ার কথা ছিল কিন্তু কোভিড কারণে সেই সভা বাতিল হয়।

তার জন্য আশা কর্মীরা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে তাদের দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন দিল। এদিন শান্তিপুর ব্লকের ফুলিয়ায় ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেয় আশা কর্মীরা। আন্দোলনরত আশা কর্মীদের দাবি 21 হাজার টাকা বেতন দিতে হবে তাদের। গত ছয় থেকে তাদের মাসিক ইন্সেন্টিভ বাকি পড়ে রয়েছে তা পরিশোধের দাবি তুলেছেন তাঁরা।এইরকম আরো 16 দফা দাবিতে আজকের এই আন্দোলন বলে জানান আশা কর্মীরা। একই সঙ্গে তারা জানান তাদের দাবি যদি না মানা হয় ক্রমশই তাদের আন্দোলন বৃহত্তর রূপ নেবে।