বেআইনি ভাবে গরু নিয়ে যাওয়ার কারণে বিএসএফের হাতে পাকড়াও ৪ ব্যক্তি।

অবতক খবরফ, শিলিগুড়ি: লাইভস্টক পারমিটের গাড়িতে গবাদি পশু না নিয়ে সাধারণ পণ্যবাহী ট্রাকে গবাদি পশু নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার চার অভিযুক্ত। মঙ্গলবার রাতে শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর হাতে পাকড়াও হয় ওই চার অভিযুক্ত।

সীমান্তরক্ষী বাহিনী একটি পণ্যবাহী ট্রাক এবং ৪৫ টি গবাদিপশু সহ ওই চার ব্যক্তিকে পাকড়াও করে। আটক ট্রাক ,গবাদি পশু এবং ৪ অভিযুক্তকে তুলে দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার হাতে। নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম মোঃ জনাব, মহাম্মদ ইজমাইল, মোঃ শাহাবুদ্দিন ও মোহাম্মদ আসপার। অভিযুক্তরা বিহার এবং করণ দীঘির বাসিন্দা।

ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পণ্যবাহী ট্রাকে গবাদি পশু নিয়ে যাচ্ছিল অভিযুক্তরা। গবাদি পশু নিয়ে যাবার ক্ষেত্রে লাইভস্টক পারমিটের যান আবশ্যক। অভিযুক্তরা সরকারি আইন ভেঙে গবাদি নিয়ে যাচ্ছিল সেই কারণেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে।