অবতক খবর,১০ জুলাইঃ‌ সকাল থেকে মুশলধারায় বৃষ্টি।আর সেই বৃষ্টি মাথায় নিয়েই জলপাইগুড়ি তে শুরু হলো পুনরায় ভোট গ্রহন। অশান্তি, ব্যালট লুট,ভাঙচুর সহ একাধিক কারনে জলপাইগুড়ি জেলায় ১৪ বুথে মাঝ পথে বন্ধ হয়ে গিয়ে ছিলো ভোট গ্রহন প্রক্রিয়া। কমিশনের নির্দেশে সোমবার সকাল থেকে পুনরায় শুরু হলো ভোট গ্রহন।

জলপাইগুড়ি জেলার ১৪ টি বুথের মধ্যে জলপাইগুড়ি সদর ব্লকে ২ টি,রাজগঞ্জে ৯ টি,মালবাজারে ১ টি,মেটেলি তে ১ টি এবং নাগরাকাটা ব্লকের ১ টি বুথে পুননির্বাচন হচ্ছে।সকাল থেকে কড়া নিরাপত্তার বলয়ের মধ্যে শুরু হয়েছে ভোট গ্রহন। প্রতিটি বুথে রাজ্য পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী।তবে বৃষ্টির কারনে সমস্যায় পড়েছেন ভোটাররা। ছাতা মাথায় করে ভোট গ্রহন কেন্দ্রে আসছেন তারা।সকলেই যাতে ভোট দিতে পারেন তার জন্য জন্য ভোর থেকে গ্রামে গ্রামে প্রচার করছে প্রশাসন।