বৃষ্টির জলে ইংরেজবাজারে রাস্তা জলমগ্ন। নিকাশি ব্যবস্থা বেহাল।

অবতক খবর , অভিষেক দাস , মালদা :- কিছুক্ষণের বৃষ্টিতেই স্তব্ধ হয়ে যাচ্ছে মালদা শহর। বেহাল নিকাশি ব্যবস্থায় জল থৈ থৈ করছে শহর জুড়ে। করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। রোজই প্রায় ১০০ থেকে ১৫০ মানুষ জেলায় আক্রান্ত হচ্ছে। তারমধ্যে এই পরিস্থিতিতে ক্ষুব্ধ শহরবাসী। পুজোর কেনাকাটাও মাথায় উঠেছে। ইংরেজবাজার শহরের বিভিন্ন শপিং মল , দোকান বাজারের সামনে প্রায় হাঁটু জল। প্রায় সব এলাকাই জলমগ্ন। জল রয়েছে হাসপাতাল চত্ত্বরেও।

গত কয়েকদিন ধরেই আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে। গতকালও বিকেল থেকে শহরে জল জমে যায়। অনেক পরে সেই জলের অনেকটাই নিকাশ করা হলেও , ফের আজ বৃষ্টিতে বিপর্যস্ত শহর।

সামনে পুজো, করোনা আবহের মধ্যেও দোকানে ভিড় হচ্ছে,পুজোর কেনাকাটার জন্যে।যদিও অন্যান্যবারের তুলনায় কম,কিন্তু ভিড় ভালোই। এরমধ্যে শহরের রাস্তায় অলিতে-গলিতে জল জমে যাওয়ায় বিপর্যস্ত মানুষ।