অবতক খবর,৭ আগস্ট: শুক্রবারে সকালে ঘন্টা খানেকের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা এম বি রোড। তারমধ্যে দিয়ে যাতায়াত করছিলেন সাধারণ মানুষ। কিন্তু সন্ধ্যা নামতেই আশঙ্কা সত্যি করে বিপদ নেমে এলো। এ দিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিরাটির দিক থেকে বেলঘড়িয়ার দিকে যাচ্ছিল এক স্কুটার চালক। রাস্তার বেহাল অবস্থার কারণে নিমতা ওলাইচন্ডি তলা মোড়ে স্কুটি নিয়ে পড়ে যান তিনি। সেই সময় পিছন থেকে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি তাকে ধাক্কা মারে। এরপরেই আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে পৌঁছায় নিমতা থানার পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে উত্তেজনা থাকায় নিমতা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে রয়েছে।
নিমতা থানার পুলিশ লরিটিকে আটক করেছে। চালককে গ্রেফতার করে পুলিশ।