বৃত্তকেন্দ্র / তমাল সাহা

এক অন্তরঙ্গ অনুচর বললো, সব লেখো একটা প্রেমের কবিতা লিখতে জানো না? আমার হাসি পায়। আরে! আমি যা লিখি তা তো ভালোবেসেই লিখি। দেখুন তো পাঠকবর্গ এটা প্রেমের কবিতা হলো কি?

বৃত্তকেন্দ্র
তমাল সাহা

পৃথিবী পর্যটন
এক অপূর্ব রমণ।

তোমার সঙ্গে আমার দেখা হবেই
এটাই জীবনের ইতিহাস ভূগোল বিজ্ঞান
পৃথিবী আমাদের খুব ভালোবাসে
আমাদের নিয়ে নিজেই এক চক্রযান।

দেখা তো হবেই
আজ না হয় কাল
কাল না হয় পরশু
পরশু না হয়
আরো কিছু কাল পরে
আমরাই তো জৈবনিক উপাদান
পৃথিবীর প্রজন্ম রাখি ধরে।

পৃথিবী পরিধি দিয়ে
ঘিরে রাখে আমাদের
কেন্দ্র না থাকলে বৃত্ত আঁকা যায়?

কেন্দ্রে আছো তুমি
বৃত্ত আঁকবো বলে কেন্দ্রের দিকে
আজন্ম চেয়ে আছি আমি।