বুড়িগঙ্গা বাঁচাতে চাকদা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা এবং দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের অভিনব প্রতিবাদ

অবতক খবর,নদীয়া,অনুপ কুমার মন্ডল: চাকদহের প্রাণ বুড়িগঙ্গা। আর এই বুড়িগঙ্গা দীর্ঘদিন ধরে সংস্কার করার অভাবে বুড়িগঙ্গা এখন বিলুপ্তির পথে। উল্লেখ্য বিষয় এই বুড়িগঙ্গা থেকে একসময় কৃষক মৎস্যজীবী ও চাকদহের আপামর মানুষ উপকৃত হতো। আর এই বুড়িগঙ্গা সংস্কারের অভাবে এবং বিভিন্ন আবর্জনা ফেলায় মুছে যাচ্ছে।

বারংবার সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের জানানো সত্ত্বেও সরকারের কোন পদক্ষেপ না নেওয়ায় আজ চাকদা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা এবং দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে অভিনব প্রতিবাদ কর্মসূচি চাকদা শহরজুড়ে বড় বড় পোস্টার টানিয়ে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করলেন।