বুক ফেয়ার–২০২৩
বইমেলা সম্পর্কে আমি যা জানি

১) বুক ফেয়ার

প্রথমেই আমার প্রশ্ন কেন বলে বুক ফেয়ার?
সে বই মানে বুক হোক
আর আমার প্রিয়তমার বুক হোক
আমি তো কোথাও দেখি না আনফেয়ার!

২) ভাষা

ভাষা তো জানি দুরকম
বাংলাভাষা ও প্রতিবাদের ভাষা।

আহা বইমেলা!
আমাদের প্রেম ভালোবাসা।

৩) ভালো কবিতা

এক কবিবন্ধু বলে,
এই বইমেলায় ভালো বাছাই কবিতা নিয়ে একটি সংকলন করো প্রকাশ।
কাকে ভালো কবিতা বলে আমি তো জানিনা
তার দিক থেকে মুখ সরিয়ে দেখতে থাকি আকাশ!

৪) জোরালো কবিতা

বইমেলায় এসে গেল,
দাঁড়িয়ে আছে অদূরে।
আমি তো সময় লিখি
শব্দ এমনি চলে আসে
আমায় মরতে হয় না মাথাখুঁড়ে!

কলম ধরলেই ধারালো শব্দ,
আমার তো জোরালো হাত!
পেটের জন্য
আমার কোনো সমস্যা নেই
দ্রুত লিখে ফেলি গরিবের জন্য ভাত!

৫) প্রেমের কবিতা

রাজধানী থেকে অনেক দূরে থাকি।
বয়স হয়েছে, শহরতলিতে সেভাবে আর করা যায় না ঘোরাঘুরি!

কবিতাকে সঙ্গে নিয়ে আসি
গেঁয়ো মানুষ আমরা, সকলেই অচেনা।
বইমেলায় এসে
কবিতাকে পাশে রেখে হাত ধরি।

কবিতা সঙ্গে আছে,
তাই কোনো বই কিনি না
শহুরে অস্তগামী আলোয় দেখি তার মুখখানা…

৬) বই উৎসব

রবীন্দ্র-নজরুল যুগেও বই তো মেলা ছিল
বুক ফেয়ার ছিল না!

এখন গ্রাম-গঞ্জ শহর জুড়ে পুস্তক মেলা
লাইব্রেরিতে মহাশূন্যতা, কেউ আসে না।