অবতক খবর,৯ আগস্টঃ বীরভূম জেলার মোর গ্রামের মল্লারপুরের সড়ক দুর্ঘটনায় ৯ ব্যক্তির মৃত্যুর ঘটনার উচ্চ পর্যায়ের প্রশাসনিক তদন্তের নির্দেশ পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে,,, রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা পরিবহন মন্ত্রীর।

মর্মান্তিক দুর্ঘটনার কারণ খুঁজতে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে তদন্ত শুরু হয়ে গেছে। পাশাপাশি কিভাবে এই ঘটনা ঘটলো, এর সাথে lash ড্রাইভিং এর বিষয় ছিল কিনা তা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে।

ঘটনাটি ঘটার সাথে সাথে ডিএম বীরভূম সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পরিবহন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারিকেও ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পোস্টমর্টেম করে পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা প্রশাসনকে।

জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।