অবতক খবর,১৩ জানুয়ারি : মধ্যাহ্নভোজের রাজনীতি এ রাজ্যে নতুন নয়। বীরভূমে গিয়ে তৃণমূল সাংসদ তথা জলে তারকা নেত্রী শতাব্দী রায় যা করলেন, তা বিতর্কের রসদ জোগাল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সামনে সাজানো খাবারের থালা। ভাত, তরকারি, মাছ, মাংস। মাটিতে পাতা আসনে বসতে দেখা গেল শতাব্দীকে। থালা ঘুরিয়ে কাছে টেনে হাতও বাড়ালেন ভাতের দিকে, কিন্তু আঙুল ছোঁয়ালেন না। চশমা খুলে ক্যামেরার দিকে তাকালেন তিনি। ব্যস! তারপরই উঠে পড়লেন। পড়ে রইল সেই সাজানো থালা। তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে না খেয়েই উঠে পড়লেন, এমনই অভিযোগ উঠেছে শতাব্দীর বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বাড়ির ভিতরে বসে খেয়েছেন শতাব্দী। বাইরে শুধু ছবি তোলার জন্য বসেছিলেন।

উল্লেখ্য, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিঙ্গলগঞ্জে গিয়ে একটি বাড়ির উঠোনে বসে ভাত খেতে দেখা গিয়েছিল। ভাত খেতে খেতে পরিবারের সমস্যা নিয়ে আলোচনা করেছিলেন তিনি। তবে খাবার ছেড়ে শতাব্দী রায়ের উঠে যাওয়ার ব্য়াপারে সাংসদকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। ওই প্রশ্নের কোনও উত্তর দেননি। কিন্তু এই ঘটনা নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘ছবি তোলার ছিল, তোলা হয়ে গিয়েছে, উঠে পড়েছেন। খেতে যে পারবেন না সে তো জানাই ছিল।’