অবতক খবর,মৃন্ময় লাহিড়ী, ২৮ অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “দুয়ারে সরকার” কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন। তারই অনুকরণে বীরভূম জেলা পুলিশ শুরু করেছিলেন “দুয়ারে থানা কর্মসূচি”, যেখানে মানুষ তাদের অভিযোগ খুব সহজেই জানাতে পারবে। এইবার বীরভূম জেলায় যা জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড় হিসেবেই পরিচিত, সেখানে এক অভিনব কর্মসূচির সূচনা হলো “দুয়ারে সিঁদুর খেলা”।

এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে তুলে ধরা যাবে। মহিলাদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এইদিন চিনপাই অঞ্চলে তৃণমূল সমর্থিত মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সিঁদুর মাখিয়ে এই কর্মসূচির প্রচার করেন।