আবতক খবর,৮ই নভেম্বর,মৃন্ময় লাহিড়ী: বীরভূমের সিউড়ির ১ নম্বর ব্লকের অন্তর্গত হাটজানবাজারের কৃষক বাজারে সরকারিভাবে ধান কেনার বিজ্ঞপ্তি জারি হলে নাম নথিভুক্তকরণের জন্য লম্বা লাইন পড়ে যায়। কেউ কেউ আগের দিন রাত থেকে আবার কেউ কেউ আজ ভোরবেলা থেকে লাইনে লাইনে দিতে শুরু করেন।

যেসকল চাষিরা লাইনে দাড়িয়েছেন তারা জানান প্রায় দুই হাজারের বেশি কৃষক ধান বিক্রির জন্য নাম নথিভুক্তকরণের লাইনে দাড়িয়েছেন। কৃষকদের ভোটার আইডি কার্ড দেখে তবেই নাম নথিভুক্ত করা হচ্ছে। তবে এই দীর্ঘ লাইনে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা কোন প্রকার করোনা বিধি মানা হচ্ছে না ।

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন করা হয়েছিল সিউড়ি থানার পুলিশ। অন্যদিকে দুবরাজপুরে নাম নথিভুক্তকরণ কে ঘিরে দুবরাজপুর কিষান মান্ডিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জানলার কাঁচ ভাঙচুর করা হয়, একটা কাউন্টার এবং প্রায় তিন-চার হাজার লোকের সমাগমের ফলে গন্ডগোলের সৃষ্টি হয়। ঘটনাস্থলে দুবরাজপুর থানার ওসি পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।