অবতক খবর,৪ ফেব্রুয়ারিঃ বীজপুর থানার বড়সড় সাফল্য। ১২ ঘন্টা কাটতে না কাটতেই ফোর্থ এভিনিউ থেকে উদ্ধার মহিলার খুনের কিনারা করল পুলিশ। মৃত মহিলার নাম বাসন্তী ভট্টাচার্য্য (৪৭)। তিনি থাকতেন দাসনগর,ছোট মাঠ হাওড়াতে। অপরদিকে ওই মহিলাকে যে যুবক খুন করেছে তার নাম জয়প্রকাশ রাম। বাড়ি সিবান,বিহার।

অভিযুক্ত জয়প্রকাশ কাঁচরাপাড়া স্টোর ব্লকে নিজের দিদির বাড়িতে থাকতো।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ত্রিকোণ প্রেমের ঘটনা। অভিযুক্ত জয়প্রকাশ বারুইপুরে কাজ করতো।

এক বছর আগে অনলাইনের মাধ্যমে যোগাযোগ হয়। সম্প্রতি ছেলেটি এই মহিলাকে কাঁচরাপাড়ায় দিদির বাড়িতেও নিয়ে আসে। তবে তার দিদি তাদের দুজনের সম্পর্ক মেনে নেয়নি। পরবর্তীতে জয়প্রকাশের বিবাহ হয়ে যায় অন্য এক যুবতীর সাথে। জয়প্রকাশের স্ত্রী বিহারে থাকত।

অপরদিকে মৃত বাসন্তী ভট্টাচার্য্য জয় প্রকাশকে নিজের স্ত্রীয়ের সাথে না থাকার জন্য চাপ দিতে থাকে।

গত ২রা ফেব্রুয়ারি স্টোর ব্লকে জয়প্রকাশের দিদির বাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিল জয়প্রকাশ এবং তার স্ত্রী। সেই খবর পেয়েই হাওড়া থেকে ছুটে আসে বাসন্তী দেবী। কথা কাটাকাটি হয় জয়প্রকাশ এবং বাসন্তী দেবীর মধ্যে।

সূত্রের খবর, গতকাল ভোর সাড়ে তিনটে নাগাদ জয়প্রকাশ বাসন্তী দেবীকে গলা টিপে খুন করে।

আজ ভোরে পালাতে গিয়ে বীজপুর থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় জয়প্রকাশ। পরবর্তীতে সে খুনের ঘটনার কথা স্বীকার করে নেয়।

আজ অভিযুক্ত জয় প্রকাশকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে তার বিরুদ্ধে ৩০২ এবং ২০১ ধারায় মামলা রুজু করা হয় এবং ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়।