অবতক খবর,২১ মেঃ পঞ্চায়েতের আগে গ্রামাঞ্চলের ভোটারদের দিকে বাড়তি নজর দিয়েছে বাম নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ছোট ছোট করে পথসভা মিটিং মিছিল শুরু করেছে সিপিআইএম কর্মী সমর্থকরা। আজ বিজপুর- পানপুর এরিয়া কমিটির তরফ থেকে জগদ্দলের পানপুর মোড় থেকে এক সাইকেল মিছিলের আয়োজন করেছিল সিপিআইএম।

মূলত পুরনো ছন্দেই সাইকেলে দলীয় পতাকা লাগিয়ে বাম কর্মী সমর্থকরা পৌঁছে যাচ্ছিলেন গ্রামাঞ্চলে অলিতে গলিতে। সাইকেল চালিয়ে গ্রামের মানুষের মন পেতে নিজেদের পুরনো প্রচারেই জোর দিয়েছে কর্মী সমর্থকরা।

সিপিআইএমের অন্যতম নেতা শ্যামল রায় জানান, গ্রামাঞ্চলের গলিতে গলিতে ঘুরতেই এই সাইকেল করে প্রচারের পন্থা নেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যে দ্রুত পঞ্চায়েত নির্বাচনের দাবিও জানানো হছে এই প্রচারের মাধ্যমে। পঞ্চায়েতের ঘুঘুর বাসা ভেঙে আগের মতই মানুষের পঞ্চায়েত তৈরি করার দাবী ও জানানো হয়েছে বাম কর্মীদের এই সাইকেল মিছিল থেকে।