অবতক খবর,২৪ ফেব্রুয়ারিঃ বীজপুর ছাত্র পরিষদের দায়িত্ব পেলেন জয়দীপ সান্যাল এবং ব্যারাকপুর সাব ডিভিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সৌভিক চ্যাটার্জী।

হালিশহর কাসারিপাড়ার বাসিন্দা সৌভিক চ্যাটার্জী একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব।

বহুদিন ধরেই দেখা যাচ্ছে যে, কলেজগুলিতে কোনরকম ভোটিং প্রক্রিয়া চলছে না। তৃণমূল সরকার আসার পর থেকেই দেখা যাচ্ছে এই দলের কিছু মাতব্বররাই নিজেরা ঠিক করে নিচ্ছেন কে জিএস হবে,আর কে কলেজ পরিচালনা করবে।

তৃণমূল দল যখন একটু নড়বড়ে হয়েছে ঠিক তখনই কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে নিজেদের জায়গা তৈরি করতে।

কাঁচরাপাড়া নকড়ি মন্ডল রোডের বাসিন্দা জয়দীপ সান্যালকে দায়িত্ব দেওয়া হয়েছে গোটা বীজপুরের ছাত্র পরিষদের।

জয়দীপ বাবু বলেন,কাঁচরাপাড়া কলেজ থেকে কিছু ছাত্ররা কিছুদিন আগেই আমার সাথে যোগাযোগ করে কংগ্রেসে যোগ দিয়েছে। কারণ তারা বুঝতে পেরেছে যে এসএফআই-এর তো কোন জায়গাই কলেজে,আর রইল কথা তৃণমূলের,তারা তো জোর জুলুম করেই ক্ষমতায় থাকতে চায়। কিন্তু সব ক্ষেত্রেই যে বিরোধীদের প্রয়োজন,তা তারা জানে না।

সেই কারণে এখন কাঁচরাপাড়া কলেজের বেশ কিছু ছাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এটা মনে রাখবেন যে,কাঁচরাপাড়া কলেজে ছাত্র পরিষদ কংগ্রেসের দখলেই থাকবে।