অবতক খবর,১২ ডিসেম্বর: হালিশহরে বিজেপির ‘গৃহ সম্পর্ক’ যাত্রায় দুষ্কৃতী হামলায় মৃত্যু হয়েছে বুথ সভাপতি সৈকত ভাওয়ালের। এর পাশাপাশি গুরুতর জখম হয়েছেন বেশ কিছু কর্মী। তাদের অবস্থাও আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে বীজপুর তথা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত বলে মন্তব্য করলেন বিজেপি নেতা তথা বিধায়ক শুভ্রাংশু রায়।

এক সাক্ষাৎকারে তিনি বলেন,’এই পরিস্থিতি শুধু বীজপুরেই নয়,গোটা পশ্চিমবঙ্গে। বীজপুরে গুন্ডা,মাফিয়াদের নিরাপত্তা দিয়ে মিছিলের অনুমতি দেয় পুলিশ। তাহলে মানুষ আর কি আশা করবে। এই বীজপুরে সুরক্ষিত নেই কেউ। আজ যেটা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।

এর জবাব মানুষ আসন্ন নির্বাচনে দেবে। যে মায়ের কোল খালি হয়েছে,তারা অপরাধীদের ছেড়ে দেবে না। আমরা সৈকত ভাওয়ালের পরিবারের পাশে আছি সর্বদা। আর তাছাড়া এই সবই সংঘটিত হচ্ছে শাসক দলের অঙ্গুলিহেলনে। মানুষ সব দেখছেন,বুঝতেও পারছেন। এর জবাব মানুষ ভোট বাক্সেই দেবেন। কিন্তু বীজপুর তথা পশ্চিমবঙ্গে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত।”