বিসর্জনের ঘাট পরিদর্শন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া ও সদর মহকুমা শাসক

অবতক খবর,মালদা,৬ অক্টোবর : বৃহস্পতিবার সাড়ে বারোটা নাগাদ মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাট পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা।

বুধবার শুরু হয় বিসর্জনের পালা। এদিন দুপুরে বিসর্জনের সময় এক ব্যক্তি মহানন্দা নদীতে তলিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। এমন সময় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

নিরাপত্তা খতিয়ে দেখতে এদিন জেলাশাসক, মহকুমা শাসক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা বিসর্জনের ঘাট পরিদর্শন করেন।

জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, প্রশাসনের উদ্যোগে মালদা শহরে কার্নিভালের আয়োজন করা হয়েছে। রামকৃষ্ণ মিশন ঘাটে মহানন্দা নদীতে শহরের দুর্গা প্রতিমা গুলি বিসর্জন করা হবে সেখানে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।