বিষ্ণুপুর পৌরসভার বিভিন্ন প্রান্তে লাফিয়ে বেড়াচ্ছে দুটি শিব দুটি হনুমান

অবতক খবর,২৯ ডিসেম্বর,বাঁকুড়া:- সামনে পুরভোট তার আগে বিষ্ণুপুর পৌরসভার বিভিন্ন প্রান্তে লাফিয়ে বেড়াচ্ছে দুটি শিব দুটি হনুমান ।

ভাবছেন কৈলাস থেকে শিব এবং জঙ্গল থেকে হনুমান এসেছে , না মোটেও নয় এই শিব হনুমান গুলি এসেছে রাজনৈতিক পাড়ার কেষ্টোর শহর থেকে অর্থাৎ বীরভূম থেকে । মহাদেব চৌধুরী, শ্যাম চৌধুরী, পিন্টু চৌধুরী, চন্দন চৌধুরী এরা সকলেই বীরভূম জেলার লাভপুরের বাসিন্দা বংশপরম্পরায় শিব এবং হনুমানের সং সেজে বিভিন্ন জেলায় কালেকশন করে বেড়ায় এটাই তাদের জীবিকা, সংসার চলে প্রতিদিন রাজপথে ঘুরে ঘুরে যা কিছু কালেকশন হয় তা দিয়ে, পরিবার পরিজন ছেড়ে প্রতিবেশী জেলায় সারাদিন ঘুরে বেড়ায় দুটি টাকা উপার্জনের জন্য, তারপরও লকডাউনে রাতের ঘুম উরেছিল এই মহাদেব এবং হনুমান দের , তবে করোনা নামক মহামারীর অন্ধকার রাত কাটিয়ে আবার এই মহাদেব এবং হনুমানের পথে বেরিয়েছে তার পরিবারদের জন্য ।
বুধবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার সদর রাস্তার ওপরে দাপিয়ে বেড়াতে দেখা গেল এই একজোড়া মহাদেব এবং একজোড়া হনুমানকে , রীতিমতো মহাদেব এবং হনুমানকে রাস্তায় হাঁটতে দেখে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ ।