বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রশাসক নিজের হাতে স্কুলের শ্রেণিকক্ষ স্যানিটাইজ করলেন

অবতক খবর,২৬ অক্টোবর,বাঁকুড়া:- রাজ্য সরকার রাজ্যের স্কুল কলেজ খোলার নির্দেশ দেওয়ার সাথে সাথেই বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রশাসক নিজের হাতে স্কুলের শ্রেণিকক্ষ স্যানিটাইজ করলেন।

গতকাল সন্ধ্যা পূর্ববর্তী সময় হঠাৎ করে মুখ্যমন্ত্রীর নির্দেশিকা কোভিড বিধি মেনে 16 ই নভেম্বর এর মধ্যে খুলে ফেলতে হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী এবং সমস্ত কলেজ।নবান্ন সূত্রে নির্দেশিকা মেলার সাথে সাথে নূরে বসল সমস্ত জেলা প্রশাসন।

আজ বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কৃত্তিবাস মুখার্জি হাইস্কুল স্যানিটাইজেশনের মাধ্যমে কাজে নেমে পড়লেন শহরের পৌরপ্রশাসক অর্চিতা বিদ্ সহ অন্যান প্রশাসক মন্ডলীর সদস্যরা।রাজ্য সরকারের এই নির্দেশিকা কে খুশি সকল স্তরের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক মন্ডলী।

কৃত্তিবাস মুখার্জি হাই স্কুলের এক শিক্ষক জানান, “রাজ্যের এই চিন্তাভাবনা কে আমরা স্বাগত জানায়, অনলাইলে ক্লাস যদিও চলছিল তবু সামনা সামনি ক্লাস আলাদা জিনিস”। বিষ্ণুপুরের পৌরসভার পৌরপ্রশাসক অর্চিতা বিদ জানান” আমারা টাউনের স্কুল স্যানিটাইসেশনের মাধ্যমে শুরু করলান পরবর্তী সব স্কুল এবং কলেজেই এই কাজ করা হবে”।