অবতক খবর,২১ আগস্ট,বাঁকুড়া:- বিষ্ণুপুরে পোড়া মাটি দিয়ে তৈরি হয়েছে রাখি,নজর কাড়ছে সকলের।

মল্ল রাজাদের মন্দির নগরী বিষ্ণুপুর দেশ-বিদেশের খ্যাতি অর্জন করেছে। পাশাপাশি বিষ্ণুপুরের পোড়ামাটি দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী নজর কেড়েছে সকল সাধারণ মানুষের।

রাজ্য সরকারের উদ্যোগে বিষ্ণুপুর শহরে তৈরি হয়েছে পোড়ামাটির হাট। এবার বিষ্ণুপুরের সেই পোড়ামাটির ঐতিহ্য স্থান পেল রাখিতে।

আগামীকাল পবিত্র রাখি বন্ধন উৎসব সকলেই এই উৎসবে মেতে উঠবেন।

সে কথা মাথায় রেখে বিষ্ণুপুর পৌর শহরের দলমাদল রোডের সুমিত্রা পন্ডিত প্রবীর পন্ডিত নামের স্বামী-স্ত্রী পোড়ামাটিকে রাখিতে স্থান দিয়েছেন।
তাদের নিপুণ দক্ষতায় পোড়া মাটি দিয়ে তৈরি হয়েছে সুন্দর সুন্দর রাখি।
এই রাখি বিষ্ণুপুরের ঐতিহ্যকে আরো গৌরব উজ্জ্বল করে তুলবে এমনটাই মনে করছেন সকল সুবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ।
বিভিন্ন সময়ে পোড়ামাটির তৈরি সামগ্রী রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেছে সে মতই পোড়ামাটির তৈরি রাখিও সকলের কাছে নজর কাড়বে এমনটাই মনে করছেন শিল্পীরা।

মন্দির নগরী বিষ্ণুপুরের ঐতিহ্য আগামী দিনে আরো মানুষের কাছে ছড়িয়ে পড়ুক সে কারণেই শিল্পীদের এই উদ্যোগ। ইতিমধ্যেই তাদের তৈরি পোড়ামাটির রাখি সকলের নজর কাড়ছে।

সুমিত্রা পন্ডিত প্রবীর পন্ডিত আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান,পোড়া মাটি দিয়ে তৈরি সামগ্রী সকলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য নজর কেড়েছে সকলের। এবার পোড়ামাটি দিয়ে রাখি তৈরি এটাও একটা নতুনত্ব নিয়ে আসবে সকলের কাছে।