অবতক খবর সংবাদদাতা :: বহরমপুর গোয়ালজান নিয়াল্লিস পাড়ায় একটি স্বেচ্ছা6সেবী সংস্থার পক্ষ থেকে বিশ্ব মেনস্ট্রুয়াল ও হাইজিন ডে পালন করা হলো। লকডাউন এর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে 10 থেকে 18 বছরের কিশোরীদের নিয়ে একটি অনুষ্ঠান করা হলো ।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মেয়েদের যে শারীরিক গঠনের পরিবর্তন হয় এবং কিভাবে তারা এই সময়টাকে নির্দ্বিধায় অতিবাহিত করবে সেই গুলি তাদের এই শিবিরে আলোচনার মাধ্যমে বলা হয়।

বিয়ের পর মা হতে গেলে অবশ্যই তাদের মেনস্ট্রুয়াল হওয়া দরকার তাই ভবিষ্যতে কিভাবে সাবধান এর সঙ্গে তারা থাকবে, এবং এই বিষয়ে যে লজ্জার কোনো ব্যাপার নেই সেটিও বোঝানো হয়। প্রতিটি মেয়ের হাতে একটি করে স্যানেটারি প্যাড ও ডেটল সাবান তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন সিনি-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়ন্ত চৌধুরী।