অবতক খবর,২৪ এপ্রিলঃ বিশ্ব বই দিবসে গ্রন্থাগারে পাঠকের সংখ্যা কম দেখা গেলেও। গ্রন্থাগারে লাইব্রেরিয়ান সোমবার বিকেলে জানান ইদানিং সরকার পোষিত গ্রন্থাগারগুলিতে পাঠকের সংখ্যা কমে গিয়েছে। এর অনেক কারন আছে। আট থেকে আশি সকলের অবারিত প্রবেশ।

সকলকে লাইব্রেরি মুখি হতে বেশি করে আহ্বান করব আজ বিশ্ব বই দিবসে। বার্তা বই সবাই পড়ুন। বইকে ভালোবাসুন।বই কোন সময় প্রতারিত করে না। বইকে যারা সঙ্গী করতে পারবে তারা জীবনে ভালো বন্ধু করতে শিখবে। সবাই কে ভালো বন্ধু করতে শেখায় বই। বই অমূল্য জিনিস।

ঞ্জানের ভান্ডার কে সমৃদ্ধ করবে বই। আজ বিশ্ব বই দিবসে বার্তা দিলেন নববারাকপুর নেতাজী সুভাষ চন্দ্র বসু রোডে পশ্চিমবঙ্গ সরকার পোষিত শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠাগারের লাইব্রেরিয়ান স্নিগ্ধা দাস।সোমবার বিকেলে দেখা গেল পাঠকের সংখা কম।

অথচ গ্রন্থাগারিক বই পড়ছেন একমনে। উল্লেখ্য নববারাকপুর সুপ্রাচীন সরকার পোষিত এবং শিশু বিভাগ সমন্বিত শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠাগারে অজস্র বই রয়েছে। রয়েছে কেরিয়্যার গাইডেন্স এর বইও। পাঠকের সংখ্যা কম।