বিশ্ব উষ্ণায়ন সহ একাধিক বিষয়ে সচেতন বার্তা নিয়ে সাইকেলে ভ্রমণ দুই যুবকের

অবতক খবর ,উত্তর ২৪ পরগণা : সোমবার সকাল বেলা বসিরহাট থানার থেকে এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে  বিশ্ব উষ্ণায়ন সহ পরিবেশ দূষণ রোধে সাইকেলে ব্যানার-ফেস্টুন লাগিয়ে জনসচেতন কর্মসূচি আয়োজিত হল । বিশ্ব উষ্ণায়ন সহ প্লাস্টিক বর্জন ,জল অপচয় ও মরণোত্তর অঙ্গদান এর সচেতনতা করায় ছিল তাদের মূল লক্ষ্য। আর এই লক্ষ্যে সাইকেল ভ্রমণে পাড়ি দিলেন ভিন রাজ্যে দুই যুবক জনার্দন হালদার ও সুব্রত দেবনাথ। এরা পেশায় হকার । দুই যুবক পাশে পেয়েছে প্রশাসন সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকেও।

রাজ্যের বিভিন্ন প্রান্তে সচেতনতার বার্তা দেওয়ার জন্য তারা উড়িষ্যার রাজ্যে ছোট ছোট শিবির করে ও ভুবনেশ্বর ইউনিভার্সিটিতে গিয়ে এই বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করবেন বিশ্ব উষ্ণায়ন সহ একাধিক বিষয়ে । এই দুই যুবক শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকেই নয় , সাধারণ মানুষের কাছেও তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টায় রয়েছে। সাইকেলের সামনে লেখা আছে বিভিন্ন সমাজের সচেতনতা মূলক বার্তা। আগামী দিনে আরও বেশি যাতে এই ধরনের সচেতনতামূলক কাজ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এইজন্য তাদের সাইকেল ভ্রমণ ।