আজ আন্তর্জাতিক আত্মহনন প্রতিরোধ দিবস। কত বছর এ দিবস চলবে কে জানে? রাষ্ট্রসংঘ তো দিবস ঘোষণা করেই খালাস। আত্মহত্যার দায় কার? কে দেবে এর জবাব?

বিশ্ব আত্মহনন প্রতিরোধ দিবস
তমাল সাহা

ফি বছর
বিশ্ব আত্মহনন প্রতিরোধ দিবস
আসে যায়…
রাষ্ট্রসঙ্ঘ জানেনা এ কার দায়?

তারুণ্য কেন আত্মহননের পথে
আমরা কি জানিনা!
রাষ্ট্রনেতারা তো বসে আছে
রাজকীয় রথে।

হতাশা মানসিক অবসাদ
আত্মহত্যা ডেকে আনে।
তুমি রাষ্ট্র নীরব নিশ্চুপে
বসে থাকো সিংহাসনে।

কোথায় কর্মসংস্থান
কোথায় আর্থিক নিরাপত্তা?
একটাই তো বাঁচার পথ আত্মহত্যা!

রাষ্ট্র বলো!
কবে হবে এ দিবসের শেষ।
তারুণ্য খুঁজে পাবে ভালোবাসার দেশ!