অবতক খবর, শান্তিনিকেতন-বোলপুর : বিশ্বভারতীর পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠল এবিভিপির বিরুদ্ধে । ঘটনায় ২ জন  পড়ুয়া  আক্রান্ত হয়েছে । তাঁদের জখম অবস্থায় বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে । আক্রান্তরা বাম ছাত্র সংগঠনের সমর্থক বলে খবর ।

বুধবার রাতে  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেলের সামনে দাঁড়িয়েছিল কয়েকজন পড়ুয়া । অভিযোগ, সেইসময় বিশ্ববিদ্যালয়ের এবিভিপির সংগঠনের সদস্যরা তাদের উপর হামলা করে । ঘটনায় জখম হন দুই বাম সমর্থিত ছাত্র । কোনওরকমে তাঁদের উদ্ধার করে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি  করা হয় ।

বিশ্বভারতীর পড়ুয়াদের অভিযোগ, হামলাকারীরা হাসপাতালেও পৌঁছায় । সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনেই তাদের উপর চড়াও হয় । পরে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষীরা হাসপাতালের গেটে তালা লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । ঘটনায় শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও এবিভিপি পড়ুয়ারা জানিয়েছে, তাদের নামে মিথ্যা বলা হচ্ছে। যে ছাত্ররা মারধর করেছে তাদের সাথে এবিভিপির এর কোনো যোগ নেই।