অবতক খবর,২০ নভেম্বর,মধ্যমগ্রাম : কাতারে বিশ্বকাপ শুরুতেই মধ্যমগ্রাম এমএলএ কাপ ফুটবল নিয়ে চূড়ান্ত উন্মাদনা শুরু হল রবিবার। মধ্যমগ্রামে রবিবার বিশ্বকাপ শুরুর দিনে বিধায়ক কাপ শুরু সাংবাদিক সম্মেলন হয়ে গেল বসুনগর ময়দানে। এবছর থাকছে বাড়তি উন্মাদনা।একঝাক প্রাক্তন ফুটবালাররা আছে MLA কাপ কমিটিতে।আগামী দিনে এই MLA কাপ ঘিরেই থাকছে দুঃস্থ ফুটবল খেলোয়াড় দের নিয়ে নানান পরিকল্পনা। বিশ্বকাপ ফুটবলের উত্তাপের প্রারম্ভের দিনেই জেলা ফুটবল প্রেমীদের কাছে খুশির খবর এনে দিল মধ্যমগ্রাম ফুটবল লাভার্স।মধমগ্রাম বসুনগর খেলার মাঠে আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে MLA CUP 2022।মূলত আট টিমের এই প্রতিযোগিতা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন্ ঘোষের অনুপ্রেরণায় ও সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে।এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৮ শে ডিসেম্বর ।৮ টি টিমই আসছে কলকাতা থেকে।সম্ভাব্য দল হিসেবে থাকছে উত্তরপাড়া নেতাজী ব্রিগেড, দক্ষিণ ২৪ পরগনা, কাস্টমস, জর্জ টেলিগ্রাফ, এরিয়ানস, ইউনাইটেড ফুটবল, রেনবো স্পোর্টিং ক্লাব, কালিঘাট এমএস। কলকাতা মাঠের একাধিক খেলোয়াড়কে দেখা যাবে।বসুনগরের খেলার মাঠে গত দুবছর ধরে এই খেলা ঘিরে চরম উন্মাদনা মধ্যমগ্রামবাসীর।MLA CUP 2022 এর কমিটিতে প্রাক্তন ফুটবলারদের মধ্যে থাকছেন, পার্থ চক্রবর্তী, অভিজিৎ রায় চৌধুরী, গৌতম সরকার,মানস ভট্টাচার্য, বিদেশ বোস, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলী, অলোক মুখার্জী,সুমিত মুখার্জী, কৃষ্ণেন্দু রায়, বিশ্বজিৎ ভট্টাচার্য,অমিত ভদ্র,কবির বোস, অলক দাস, অমিত দাস, সৈয়দ রহিম নবি,মেহতাব হোসেন,সভাপতি বিকাশ পাজি।সহ সভাপতি অভিনব গুহ।বিশ্বকাপ শুরু থেকেই মধ্যমগ্রাম বিধায়ক কাপ ঘিরে বাড়তি উন্মাদনা ফুটবল লাভার্স দের।