বিশেষ পদক্ষেপ গ্রহণ হাইকোর্টে, প্রধান বিচারপতির এজলাসের শুনানি এবার সরাসরি সম্প্রচারিত হবে ইউটিউবে !

অবতক খবর,৪ এপ্রিল : সোমবার থেকে কলকাতা হাইকোর্টের এক নতুন অধ্যায়ের সূচনা হল। এবার থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসের শুনানি লাইভ স্ট্রিমিং করা হবে। যদিও কলকাতা হাইকোর্টে এই ধরনের লাইভ স্ট্রিমিং একেবারে নতুন নয়। এর আগে এক মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ মামলাকারীর আবেদনের প্রেক্ষিতে শুনানির লাইভ স্ট্রিমিং করার অনুমতি দিয়েছিলেন। তাছাড়া করোনাকালের পর দেশের সুপ্রিম কোর্টেও মামলার শুনানিতে এই ধরনের লাইভ স্ট্রিমিং-এর চল রয়েছে।

উল্লেখ্য, অতীতে স্বপ্নিল ত্রিপাঠি বনাম সুপ্রিম কোর্টের এক রিট পিটিশনের ভিত্তিতে ২০১৭ সালে শীর্ষ আদালত একটি গাইডলাইন তৈরি করে দিয়েছিল। সেই গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই কলকাতা হাইকোর্টের তরফে এই পদক্ষেপ করা হয়েছে। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসের কার্যপ্রণালী সরাসরি আদালতের অফিশিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও এর আগে ২০২০ সালে এক পার্সি মহিলার এক মামলার শুনানি লাইভ স্ট্রিমিং-এর অনুমতি দিয়েছিল হাইকোর্ট।