অবতক খবর,২৫ নভেম্বরঃ গতকাল সোনা পাচারের মামলায় বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ও বর্তমান পৌরসভার ভাইস চেয়ারম্যান জোৎস্না আঢ্যর ছেলে শুভ আঢ্য ও শংকর আঢ্যের শ্যালক কে গ্রেপ্তার করে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ডি আই আর। এ প্রসঙ্গে শুক্রবার বনগায়ে নিজে বাসভবনে শঙ্করা বলেন, তাদের নিজস্ব ব্যবসা রয়েছে, সেখানে গত ২৭শে সেপ্টেম্বরের ডি আর আই থেকে সমন পাঠিয়ে কোম্পানির ডিরেক্টরকে ডাকা হয়। সেইমতো কোম্পানির লোক সেখানে হাজিরা দেয়। গতকাল আমার ছেলেকেও ডাকা হয়েছিল সেও হাজিরা দিতে গিয়েছিল । সেখানে তাদের গ্রেফতার করে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল। যদিও তাদের কাছ থেকে কোন কিছু উদ্ধার না হওয়ায় তারা জামিন পেয়ে যায়। তিনি আরো বলেন তদন্তের সার্থে তদন্তকারী সংস্থা যতবার ডাকবে তদন্তের সাথে ততোবারই শুভ আঢ্য যাবে।

শঙ্করারের দাবি, বিরোধীদলের কিছু লোক রাজনৈতিক অভিসন্ধি থেকে এইসব করা হয়েছে ।

বিরোধী দলের চক্রান্ত প্রসঙ্গে বনগাঁ বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেন ডি আর আই তাদের গ্রেপ্তার করেছিল তদন্তের বিষয়ে ডি আর আই বলতে পারবে । সঠিক তদন্ত করা হোক । চোরের মায়ের বড় গলা । সবাই জানে উনি কি ব্যবসা করে ।