অবতক খবর,১০ নভেম্বরঃ পঞ্চায়েত ভোটের আগে দলীয় সমর্থকদের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা,”নেতা নয়, বিরোধী সমর্থকদের সঙ্গে কথা বলে, ভালবেসে কাছে টেনে নিতে হবে। প্রয়োজনে গ্রামে যান, বিরোধী দলের সমর্থকদের সঙ্গে কথা বলুন।”

রানাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় ডাক না পাওয়ার অভিযোগে বিজেপি সাংসদ-বিধায়কদের বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর সভাস্থলের এক কিলোমিটার দূরে রামনগরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরেই রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়-সহ বিজেপির জেলা নেতৃত্বকে আটকে দেয় পুলিশ। সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির সাংসদ-বিধায়করা।বিজেপির দাবি, সরকারি টাকায় প্রশাসনিক সভা হচ্ছে, রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার তাদের ৭ জন বিধায়ক ও সাংসদ থাকলেও, তাঁরা ডাক পাননি। তবে এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।