বিরাট আকার চন্দ্রবোড়া সাপ উদ্ধার, নদীয়ার শান্তিপুর ব্লকের বাগদিয়া গ্রামে

অবতক খবর, নদীয়া: বাগদিয়া বাজার সংলগ্ন অনিমেষ মন্ডল এর দোকান এবং বাড়ি । দোকানের ঠিক পিছনের দিকে পড়ে থাকা নিচু জমিতে ঘাস হয়ে থাকে প্রায় সারা বছর। গবাদি পশুর খাবার হিসেবে অনেকেই এই সতেজ ঘাস কেটে নিয়ে যান।

আজও ওই অঞ্চলের শিখা বিশ্বাস তার গরুর জন্য যথারীতি কাটতে এসেছিলেন ঘাস। সচেতন থাকার ফলে অল্পের জন্য বেঁচে যান তিনি। আতঙ্কে সকলকে জানান বিরাট এক চন্দ্রবোড়া সাপের কথা। এলাকারই অনিমেষ মন্ডল জানতেন বনদপ্তরের ফোন নাম্বার, তাৎক্ষণিক বাহাদুরপুর বিট অফিস থেকে প্রতিনিধি পৌঁছায় সেখানে। যথারীতি বস্তাবন্দী করে নিয়ে আসে, এবং ছেড়ে দেয় বাহাদুরপুরের এই সরকারি গভীর অরণ্যে।

বিট অফিস থেকে গোপাল মজুমদার, এবং পরিবেশ কর্মী অনুপম সাহা জানান মাসে প্রায় তিন চারটি সাপ বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে এসে এই অরণ্যে ছাড়া হয়। তবে এবছর শীতকালেও প্রায় নটি বিভিন্ন প্রজাতির বিষধর সাপ ধরা হয়েছে জনবসতি থেকে। কিছুদিন আগে একটি শাখামুটি উদ্ধার করেও ছাড়া হয়েছে এই জঙ্গলে। তবে এতো বড় আকারের চন্দ্রবোড়া সচরাচর দেখা যায় না।