অবতক খবর,২১ মে,বিরাটী : প্রখর গ্রীষ্মের দাবদাহে ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকটে মোচনে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি এগিয়ে এসে রক্তদান শিবির করছে ব্যবসায়ী সমিতি ও। রবিবার সকালে গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে বিরাটী মার্চেন্ট অ্যাসোসিয়েশন(পশ্চিম) রক্তদান শিবির করল এম বি রোডে ভি আইপি মার্কেট প্রাঙ্গণে। পঞ্চম বর্ষের রক্তদান শিবিরে সূচনা করেন বিরাটী বিদ্যালয়ের (বয়েজ) প্রধান শিক্ষক প্রদীপ সরকার। উপস্থিত ছিলেন উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, স্হানীয় পুর প্রতিনিধি প্রশান্ত দাস, বীনা ভৌমিক, সুচিকিৎসক ডাঃ এস কে দাস, ডাঃ গৌতম দত্ত শর্মা, ডাঃ রাখি দত্ত শর্মা, সমাজসেবী গোবিন্দ কর্মকার সহ ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা। উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস বলেন গরমের সময় ব্লাড ব্যাঙ্কে রক্তের হাহাকার থাকে। সামাজিক সংগঠনের পাশাপাশি বিরাটী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা মূমূর্ষ মানুষের সেবায় মানবিক উদ্যোগ নিয়েছে।সামাজিক দায়বদ্ধতা পালনে শুধু রক্তদান নয় কোভিডের সময় ও ব্যবসায়ী রা মানুষের পরিষেবা দিয়েছিল। শহর উত্তর দমদম পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জুন জুলাই মাস ধরে চলবে রক্তদান শিবির।

কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরে ৫৮ জন রক্তদান করেন এদিন জানান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়ন্ত শীল এবং যুগ্ম সম্পাদক নিতাই ব্যানার্জি ও প্রদীপ অধিকারী।শিবির উৎসবের চেহারা নেয় এদিন।