অবতক খবর,২৬ নভেম্বরঃ গঙ্গায় মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির বড়শিতে উঠে এলো এক বিরল প্রজাতির মাছ। বিরল প্রজাতির মাছটি দেখতে ওই ব্যক্তির বাড়িতে প্রচুর মানুষের আনাগোনা শুরু হয়। জানা যায় শান্তিপুর ফুলিয়ার চটকা তলার বাসিন্দা, তপনবাবু পেশায় একজন দাঁত শ্রমিক, সময় পেলেই হাতে বরশি নিয়ে চলে যান ফুলিয়ার গঙ্গায় মাছ ধরতে। এদিন তিনি ফুলিয়ার তারাপুরের গঙ্গার বাঁধে মাছ ধরতে যান, মাছ ধরতে ধরতেই হঠাৎ বড়শিতে উঠে আসে বিরল প্রজাতির মাছটি, দেখামাত্রই চক্ষু চরকগাছ তপনবাবুর।

তড়িঘড়ি মাছটিকে বাড়ি নিয়ে চলে আসেন তখন বাবু, বাড়ির সদস্যরাও দেখে তাজ্জব হয়ে যান, কারণ এর আগে কখনো এই ধরনের বিরল প্রজাতির মাছ দেখেনি তারা। বিরল প্রজাতির মাছটির বিশেষ বৈশিষ্ট্য মাথার নিচের অংশে মুখ, এই দেখে আরো তাজ্জব হয়ে যান সকলেই। এখন বিরল প্রজাতির মাছটি দেখার জন্য প্রতিনিয়ত মানুষের আনাগোনা লেগেই আছে তখন বাবুর বাড়িতে। তবে মাছটি পেয়ে খুশি তাঁত শ্রমিক তপন বাবু সহ তার পরিবার।