অবতক খবর,২৩ ফেব্রুয়ারি: বিরল প্রজাতির পেঁচা উদ্ধার উচল গছ গ্রামে। শুক্রবার সকালে একটি বিরল প্রজাতির বড় প্যাঁচা উদ্ধার হয় চোপড়া থানার মাঝিয়ালী অঞ্চলের উচল গছ (গোয়ালটুলি) গ্রাম থেকে।

এলাকার পরিবেশ প্রেমী তথা বর্ষিয়ান সাংবাদিক সুবল গোপ জানান, এদিন সকালে তিস্তা ক্যানেলের পাড়ে ওই পেঁচাটিকে দেখতে পান গ্রামবাসী উপাসু সিংহ। তিনি পেঁচাটির কাছে গিয়েও উড়তে না দেখে পেঁচাটি ধরে বাড়ি নিয়ে আসেন।

খবর পেয়ে এলাকার পরিবেশ প্রেমী সুবল গোপ গিয়ে প্যাঁচা টিকে নিরাপদে রাখার ব্যবস্থা করে চোপড়া বন দপ্তরে খবর দেন। এরপর বন দপ্তরের কর্মীরা এলে তাদের হাতে পেঁচাটিকে তুলে দেন সুবল গোপ।

পরিবেশ প্রেমী সুবল বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বন দপ্তর। পরিবেশ প্রেমী সমস্ত এলাকাবাসীর কাছে অনুরোধ জানান কেউ ভুল বশত যেন বন্য পশু পাখি এবং সাপ কে কোনরূপ আঘাত না করে বন দপ্তরে খবর দিয়ে সুরক্ষার ব্যবস্থা করেন। বন দপ্তরের সূত্রে জানা গেছে এটি একটি লক্ষী প্যাঁচা।