অবতক খবর,৫ জুলাই,নদীয়া:- দুই প্রকোষ্ঠ বিশিষ্ট জরায়ু কেটে দুটি জমজ সন্তান প্রসব, এ ধরনের ঘটনা বিরল শুধু নয় যথেষ্ট ঝুঁকিপূর্ণ। শান্তিপুর হাসপাতালে পরিকাঠামো অনুযায়ী, গাইনোকোলজিস্ট ডক্টর পবিত্র বেপারী সফল এই অষ্টপ্রচার করেন পলাশীপাড়া থেকে আগত হাসিবুল শেখের স্ত্রী মামনি বিবির। এ বিষয়ে ডাক্তার বাবু হাসপাতাল সুপারেন্টেন্ড ডঃ তারক বর্মনের অনুমতি এবং সকল মেটারানি স্টাফ এবং ওটি স্টাফদের সহযোগিতায় সম্ভবপর হয়েছে বলে জানিয়েছেন।

তিনি বলেন জরায়ু দুই প্রকোষ্ঠের মুখ এমন ঘটনা তার চিকিৎসা জীবনে এই প্রথম। 2.320 গ্রাম এবং 2.250 গ্রাম ওজন বিশিষ্ট একটি কন্যা অপরটি পুত্র সন্তান , মা সহ সম্পূর্ণ সুস্থ।

যমজ দুই সন্তানের পিতা হাসিবুল শেখ, পলাশী পাড়ায় একটি বেসরকারি সংস্থায় চিকিৎসারত সে সময় বছর আগে বিবাহ হলেও দু দুবার সন্তান নষ্ট হয়ে যাওয়ার কারণে, আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম, ডাক্তারবাবু পরামর্শ মতই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আসা। না হলে আমাদের মতন গরিব মানুষের ক্ষেত্রে এই চিকিৎসা করা সম্ভব হতো না। ডাক্তারবাবু আমাদের কাছে আল্লাহ দূত।