অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ    বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের কালিসেন অফিসের সামনে বাঁকুড়া ডিসটিক কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়নের শ্রমিকেরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। নূন্যতম বারো হাজার টাকা বেতন দিতে হবে, আট ঘন্টার কাজের দাবি, প্রতি মাসে সাত তারিখে বেতন ও পি এফ স্থায়ীকরণ সহ অন্যান্য দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।

এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা সম্পাদক সিরাজুল হক, গুরুদাস রজক সহ অন্যান্য নেতৃত্ব। সরকারের নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

গুরুদাস রজক ও সিরাজুল হক বলেন, আমরা নূন্যতম বেতনে কাজ করি। এই বেতনে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। কোন কোন শ্রমিকরা দু থেকে তিন মাসের বেতন এখনও পর্যন্ত পায়নি। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বার বার জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি। নূন্যতম বারো হাজার টাকা বেতন দিতে হবে, পি এফ স্থায়ীকরণ, আট ঘন্টার কাজের দাবি সহ অন্যান্য দাবিতে আজ আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।