অবতক খবর,৮ নভেম্বরঃ আজ ২১ দফা দাবি নিয়ে বাঁকুড়ার জঙ্গলমহলের খাতড়া মহকুমা শাসকের দপ্তরে দ্বারস্থ হলেন দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতি। এদিন সংঘবদ্ধভাবে একটি মিছিলের মাধ্যমে তাদেরকে মহকুমা শাসকের দপ্তরে দিকে এগিয়ে আসতে দেখা গেল এবং সেখান থেকে তাদের প্রতিনিধিরা গিয়ে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করলো। তাদের মূল দাবি হল ব্লকে ব্লকে ক্যাম্প করে প্রতিবন্ধী শংসাপত্র প্রদান,চাকুরী ক্ষেত্রে প্রকৃত প্রতিবন্ধীদের অগ্রাধিকার করন,তাদের ভাতা বৃদ্ধি, অন্তদয় রেশন কার্ড সহ আরো অনেক কিছু।

বিশেষভাবে সক্ষম সমাজের এক ব্যক্তি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান যারা প্রকৃতপক্ষে প্রতিবন্ধী নয় তারাও কিন্তু এই প্রতিবন্ধকতা সুযোগ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে এবং যে পরিমাণে ভাতা তাদেরকে প্রদান করা হচ্ছে তা কিছুই নয় অনেক সাধারন মানুষ তাদের থেকে বেশি ভাতা পাচ্ছে, সরকারকে এই বিষয়টি সম্পর্কে দৃষ্টি নিক্ষেপ এর জন্য তারা অনুরোধ জানান। জঙ্গলমহলে বিশেষভাবে সক্ষম (প্রতিবন্ধী) মানুষের সংখ্যা প্রায় ৭০০০। প্রত্যেকের ন্যায্য দাবি যাতে পূরণ হয়,তাই তাদের এদিনের ডেপুটেশন। খাতড়া মহকুমা শাসক তাদের ডেপুটেশন গ্রহণ করে বিষয়টিকে সমাধানের আশ্বাস দিয়েছেন।