বিপণনে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সাফল্য

অবতক খবর ,পুরুলিয়া: ধানাড়া দুর্গাময়ী মহিলা সঙ্ঘ ‘সরস মেলা’ তে বিপণন বিভাগে তাদের দক্ষতা দেখিয়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছে।সম্প্রতি কলকাতায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর আয়োজিত করল এই মেলাটিকে। তাদেরকে বিডিও থেকে পুরস্কার স্বরূপ হিসেবে দিয়েছে একটি দোকান, সঙ্ঘটি যাতে আরও ভাল কাজ করতে পারে। এরফলে এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে।

এই মহিলা স্বনির্ভর সংঘটি হস্তজাত সামগ্রী বাঁশের ও সাবুই ঘাসের তৈরি জিনিসপত্র, বীজ-কলম, গয়না, ডোকরার শিল্প সামগ্রী থেকে শুরু করে দুগ্ধজাত ও আচার, জেলি, বড়ি ইত্যাদি বিক্রি করেনএই সঙ্ঘ বিপণনে উল্লেখযোগ্য নজির গড়েছে। কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক দেশের ১০টি সঙ্ঘকে নির্বাচিত করেছে। তার মধ্যে জায়গা করে নিয়েছে এই সঙ্ঘটি । দিল্লিতে জাতীয় লাইভলিহুড মিশনে তাঁরা পুরস্কৃত হবে।

মহিলা স্বনির্ভর সঙ্ঘের সদস্যরা জানিয়েছেন ,নিষ্ঠা আর শ্রমকে সম্বল করে কাজ করলে একদিন অবশ্যয় সাফল্য লাভ করা যায়। তাদের এই সংঘটি থেকে প্রচুর লাভবান হচ্ছেন।