অবতক খবর,১০ এপ্রিল,নববারাকপুর: জলের অপর নাম জীবন। বাড়ছে গ্রীষ্মের প্রখর দাবদাহ।দাবদাহ থেকে সুরক্ষায় নিউ বারাকপুর পুরসভা এলাকায় যে সকল হোল্ডিং এ জলের সংযোগ নেই সেই সকল বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ স্থাপনের কাজ চালু হল সোমবার দুপুরে। সোমবার দুপুরে নিউ বারাকপুর পুরসভার ব্যবস্থাপনায় ১নং ওয়ার্ডের মেইন রোড ইস্টে নির্মাল্য জোয়ারদারের বাড়িতে বিনামূল্যে নলবাহিত পানীয় জলের সংযোগ স্থাপনের শুভ উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা।জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রচেষ্টায় পুরসভার ব্যবস্থাপনায় অম্রুত ২ ( AMRUT-2) প্রকল্পের অধীনে শহরে যে সকল নাগরিকদের গৃহে হোল্ডিং জলের সংযোগ নেই সেই সকল বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ বিনামূল্যে স্হাপনের কাজ শুরু হল পুরসভার ১ নং ওয়ার্ডে তিনটি বাড়িতে।বিভিন্ন ওয়ার্ডে যাদের ঘরে জলের সংযোগ নেই ওয়ার্ড ভিত্তিক ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হবে।

এদিন উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, স্হানীয় পুর প্রতিনিধি হৃষিকেশ রায়, নিখিল মালো, জল দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার রাজীব চট্টোপাধ্যায়, পুর কর্মী শঙ্খ মুখোপাধ্যায় প্রমুখ।উপভোক্তা অসহায় মানুষ জলের সংযোগ স্থাপনে ভীষন খুশি এবং উপকৃত হলেন বলে জানান।