অবতক খবর,অনুপ কুমার মন্ডল,নদীয়া,১৭ মে:: সুপ্রাচীন বিননগরের উলাইচন্ডী মেলা, প্রতিবছর বৈশাখী পূর্ণিমাতে উলাই চন্ডী মেলাকে কেন্দ্র করে বসে মেলা।গ্রামের পূর্বপ্রান্তে একটি প্রাচীন বটগাছের তলায় ইট দিয়ে বাঁধানো বেদির ওপর সিঁদুর মাখানো একটি পাথরকে দেবী চণ্ডী হিসেবে পূজিত হয়।

কথিত আছে শ্রীমন্ত সওদাগর সিংহল যাবার পথে বিরাট ঝড়ে বিপর্যস্ত হয়ে এখানে চন্ডী পূজা করে রক্ষা পান। কয়েকশো বছর পূর্ব থেকে এই মেলা ও পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এই পূজাকে কেন্দ্র করে বিননগর এর দক্ষিণপাড়ায় মহিষমর্দিনী এবং উত্তর পাড়ায় বিন্ধ্যাবাসিনি পূজা হয়ে থাকে। ক্রেতা ও বিক্রেতা ভিড়ে মেলা প্রাঙ্গণে জমজমাট হয়ে ওঠে। একই দিনে চুন্নি তীরবর্তী মুষুন্ডা গ্ৰামেও চন্ডী পুজো হয়।