অবতক খবর,১২ জানুয়ারি: বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনায় ইসলামপুর থানার রামকৃষ্ণপল্লী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আগুনে ঝলসে গিয়ে গুরুতর জখম এক ব্যক্তি। জখম ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর দমকলের দুটি ইঞ্জিন।

অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ দপ্তরের তরফে এলাকায় লোডশেডিং করে দেওয়া হয়েছে। এদিকে খবর পেয়ে কোনও রকমের বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা কমল দত্তের দোকান লাগোয়া ঘরে বুধবার সন্ধ্যায় আচমকা বিধ্বংসী অগ্নিকান্ডে হইচই পড়ে যায়।

গবাদী পশুর খাবার সামগ্রী ভর্তি ঘরে অগ্নিকাণ্ডের জেরে ওই ঘরে থাকা এক ব্যক্তি আগুনে ঝলসে যায় এবং একটি মোটর বাইক পুড়ে ছাই হয়ে গিয়েছে। ইসলামপুর দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে। সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের অনুমান করছে দমকল।