অবতক খবর,২০ জানুয়ারি: বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য চোপড়া থানার ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের মিলিক পাড়া এলাকায়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্হানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোর রাতে আসিরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আসিরুল ইসলামের আরও তিন ভাইয়ের বাড়িতে আগুন লেগে যায় । স্হানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনী কে।

স্হানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্হানীয় বাসিন্দাদের দাবি সম্ভবত শর্টসার্কিটের কারনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।