অবতক খবর,৯ অক্টোবর: বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল দুটি পরিবারের পাঁচটি ঘর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া থানার ব্লক পাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় রমেশ বর্মন নামে এক ব্যক্তির বাড়িতে প্রথমে আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে অন্যত্র। পুজোর মুখে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে সর্বস্ব হারানো মানুষগুলোর মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত অবশিষ্ট নেই। স্থানীয় বাসিন্দা সুজিত সাহা জানান চোপরা ফুটবল মাঠে পায়চারি করছিলাম। হঠাৎ করেই দেখি ব্লক করার মধ্য থেকে প্রচন্ড ধোঁয়া নির্গত হচ্ছে। সঙ্গে সঙ্গে চোপড়া থানায় গিয়ে বিষয়টা জানাই এবং দৌড়ে চলে আসি ঘটনাস্থলে আসামাত্রই দেখতে পাই রমেশ বর্মন নামে এক ব্যক্তির বাড়িতে প্রচন্ড আগুন লেগেছে। স্থানীয়রা যথাসাধ্য চেষ্টা করছে সেই আগুন নেভানোর। কিন্তু ততক্ষণে রমেশ বর্মন এর বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। সেই সঙ্গে তার পাশের সুরেশ বর্মনের তিনটি ঘর পুড়ে যায়। এর মধ্যেই ইসলামপুর থেকে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের লোকজনের প্রচুর ক্ষতি হয়েছে। সেই সঙ্গে তিনি চোপড়াতে দমকল বিভাগের একটি ইঞ্জিন 24 ঘন্টার জন্য মোতায়েন করার দাবি জানান।ঘটনার খবর পেযে ইসলামপুর থেকে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ফলে প্রচুর ক্ষয় ক্ষতি হয় ঐ পরিবার গুলির। ঘটনার কথা জানা মাত্রই চাপড়া থানার পুলিশ দমকল বাহিনীকে খবর পাঠানোর পাশাপাশি ওই বাড়িতে গিয়ে উপস্থিত হন। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।