অবতক খবর,২১ মার্চঃ সম্প্রতি রাজ্য বিজেপির মুখপাত্র প্রনয় রায় টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেন ইডি’র হাতে গ্রেফতার হওয়া তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ অনেক অভিনেতা অভিনেত্রীদের নির্বাচনে নিয়োগ দুর্নীতির টাকা ইনভেসমেন্ট করেছিলেন । উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ও একজন অভিনেতা বিধায়ক, তার নির্বাচনেও কি কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতির টাকা ইনভেস্ট করেছে । বিধায়ক কাঞ্চন মল্লিক কবে ইডির নেমন্তন্ন পত্র পাবেন?

উত্তর পাড়ায় আজ দিদি সুরক্ষা কবজ কর্মসূচিতে বেরিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিধায়ক কাঞ্চন মল্লিক কার্যত বিজয় অস্বস্তিতে পড়েন । আজকের দিদির সুরক্ষা কবজ কর্মসূচি নিয়েও সৃষ্টি হয়েছে বিতর্কের । এই কর্মসূচি চলাকালীন বিধায়ক কাঞ্চন মল্লিক সদলবলে স্কুল চলাকালীন একটি প্রাথমিক স্কুলের ভিতর ঢুকে পড়েন, এবং হঠাৎ করেই বিধায়ক স্কুলে চলে আসায় কার্যত বেশ কিছুক্ষণের জন্য পঠন-পাঠন বন্ধ হয়ে যায় স্কুলের ছাত্র-ছাত্রীদের । জানিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি, স্থানীয় বিজেপি নেতা পঙ্কজ রাই বলেন উত্তরপাড়ায় বিগত কয়েক মাসে একাধিক ঘটনা ঘটেছে তখন আমরা বিধায়কের দেখা পাইনি। আর আজকে বিধায়ক দলীয় কর্মসূচি করতে এলাকায় চলে এলেন । সব থেকে বড় কথা যখন থেকে স্কুল নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের জেলা কর্মাধ্যক্ষ গ্রেপ্তার হয়েছেন তখন থেকে তৃণমূল নেতাকর্মীরা স্কুলে স্কুলে ছুটছেন । দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতেও আজকেও বিধায়ক ,চেয়ারম্যান, টাউন প্রেসিডেন্ট দলের কর্মীদের নিয়ে একটি প্রাইমারি স্কুলে গেছিলেন । আসলে তারা সুরক্ষা কবজ দিতে যাচ্ছে নাকি নিজেদের সুরক্ষা কবজ নিতে স্কুলে ছুটছেন সেটাই এখন প্রশ্ন ।