অবতক খবর,২৭ জানুয়ারিঃ বাসুদেবপুর থানার শ্যামনগর কাউগাছি-১ পঞ্চায়েতের রামমোহন পল্লীর বাসিন্দা এক জমি ব্যবসায়ীকে দেখে নেবার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের হাঁসিয়া ঘোষপাড়ায় জমি প্লটিংয়ের কাজ করছেন রামমোহন পল্লীর বাসিন্দা সমীর চ্যাটার্জি ওরফে বাপ্পা। যদিও বাপ্পা নিজেকে একজন তৃণমূল কর্মী বলে দাবি করেছেন। অভিযোগ, গত ২৪ জানুয়ারি দুপুরে একটি গাড়িতে চেপে চার দুষ্কৃতী এসে প্লটিংয়ের কাজ বন্ধ রাখতে বলে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের ভাই সঞ্জয় শ্যামের সঙ্গে দেখা করার পর কাজ করতে হবে। দুপক্ষের মধ্যে বচসা চলাকালীন একজন সমীরের পেটের ওপরে পিস্তল ঠেকিয়ে প্রাননাশের হুমকি দেয়। তারপর সমীরকে ধাক্কা মেরে ওরা চলে যায়।

ঘটনায় অসুস্থ হয়ে পড়েন জমি ব্যবসায়ী। গত ২৫ জানুয়ারি জমি ব্যবসায়ী বাসুদেবপুর থানায় সুজিত চৌধুরী ওরফে কালুয়া, রাবিয়া, বুম্বা-সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে বিধায়কের ভাই সঞ্জয় শ্যাম এপ্রসঙ্গে বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। যিনি অভিযোগ করছেন, তাঁকে তিনি চেনেন না। প্রশাসন খতিয়ে দেখে ব্যবস্থা নিক।