অবতক খবর,৮ এপ্রিল,মলয় দে,নদীয়া:- নদীয়ার শান্তিপুর মতিগঞ্জ মোড়ে অবহেলায় পড়ে থাকা জলাশয় সহ আশপাশের পরিবেশ কে কাজে লাগিয়ে সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।বোটিংয়ের ব্যবস্থা করা, পিকনিক স্পট তৈরি করা সহ একাধিক পরিকল্পনা রয়েছে।

বিধায়ক জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি মৎস মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কথা হয়েছে জেলার মৎস্য অধিকর্তাদের সঙ্গে। তার সঙ্গে কথা বলেই শুক্রবার জেলারসহ মৎস্য অধিকর্তা রামচন্দ্র সরকার বিধায়ককে সঙ্গে নিয়ে ওই এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন। রামচন্দ্র সরকার জানিয়েছেন,’ এর আগেও আমরা পরিকল্পনা করেছিলাম। এবার বিধায়ক মন্ত্রীর সঙ্গে কথা বলে নতুন করে সৌন্দর্যায়নের চিন্তাভাবনা করেছেন। সেইমতো প্রকল্প রিপোর্ট এর মাসের মধ্যেই দপ্তরে জমা দেওয়া হবে। এরপর থাকবে অনুমোদনের অপেক্ষা।’