অবতক খবর , সংবাদদাতা মুর্শিদাবাদ :-   মুর্শিদাবাদ জেলার বহরমপুরে স্থিত গ্রান্ট হলে বৃহস্পতিবার রক্তদান শিবির ও যোগদান কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন অনুষ্ঠানের মূল আয়োজক বহরমপুর ব্লকের কো-অর্ডিনেটর অরিৎ মজুমদার। উক্ত রক্তদান শিবিরে প্রায় ২০০ জন মহিলা ও পুরুষ রক্তদান করেন।

এছাড়াও বিভিন্ন ব্লক ও দল থেকে বহু মানুষ তৃনমুল কংগ্রেসে যোগদান করলেন। এ বিষয়ে অরিৎ মজুমদার জানান, অনেক উৎসাহ ও আনন্দের সাথে আজকের এই শিবিরে মানুষ রক্তদান করছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে শয়ে, শয়ে, মানুষ তৃনমুল দলে যোগদান করছে এবং আজও করেছে।

সাগরদীঘির বিধায়ক সুব্রত সাহার বক্তব্য, আসন্ন বিধানসভার দিকে লক্ষ্য রেখেই সাধারন মানুষ যোগদান করছেন। মানুষর সেবা করা দলের লক্ষ্য এবং সাম্প্রদায়িক রাজনীতিকে বন্ধ করায় হচ্ছে উদ্দেশ্য। যুবনেতা সৌমিক হোসেন জানান, জেলার মানুষ ভালো ব্যক্তিকে চান দলের মুখ হিসেবে৷ সেটা মানুষ পেয়েছে এবং তাই আগামী দিনে বিধানসভা ভোটে তৃণমূল ভালো ফল করবে।